পুকুরিয়ার দক্ষিণ বরুমচড়া গ্রামে ভেড়িবাধ ভেঙ্গে জোয়ারের পানিতে তলিয়ে যাচ্ছে বিস্তির্ন এলাকা। জনজীবন বিপন্ন।রাস্তাঘাট ,ঘর-বাড়ীসহ হাজার হাজার ফসলি জমি তলিয়ে গেছে পানির নিচে। সহায় সম্ভল হারিয়ে মানুষ হয়ে পড়েছে দিসেহারা। বাধ রক্ষার জন্য আশু গ্রহন করা নাহলে পুরু এলাকা সংঙ্ক নদীর করার গ্রাসে তলিয়ে যাবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস