যোগাযোগের ব্যবস্থা...............
চট্টগ্রাম-বাঁশখালী সওজ সড়কটি পু্কুরিয়া ইউনিয়নের মধ্য দিয়ে আনোয়ারা হয়ে ঢাকা-কক্সবাজার মহা সড়কের সাথে যুক্ত হয়েছে বিধায় পুকুরিয়ায় যে কোন বাহন যোগে আসা যায়। এছাড়াও ব্রিটিশ উপনিবেশ কাল হতে পুকুরিয়া ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থায় তৎকালীন বাঁশখালীর নৌ প্রবেশদ্বার ও বাঁশখালীর প্রধান নৌ টার্মিনাল স্থাপিত হয়েছিল যার দরুন পুকুরিয়ায় বাঁশখালীর একমাত্র খাদ্য গুধামটি স্থাপন করা হয়েছিল যা এখনো বিদ্যামান
বর্তমানে পুকুরিয়া অভ্যন্তরীন মোট রাস্তার পরিমাণ হচ্ছে-
=>মোট রাস্তা ৬০ কিলোমিটার।
=>পাকা ২০ কিলোমিটার।
=>কাচা ৪০ কিলোমিটার।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস