প্রায় দু,শত বছর আগে হযরত ফিরানে ফির আব্দুল কাদের জীলানি (রঃ) এর স্থাপিত মাজার মুসলমানদের পবিত্র ধর্মীয় প্রতিষ্ঠান । উক্ত দর্গাহে জিয়ারত করার জন্য চট্টগ্রামের দূর দূরান্ত থেকে ধর্মপ্রাণ মুসলমানগণ আসেন। প্রতি বছর খ্রিষ্টাব্দ অনুসারে তাহার বার্ষিক ঔরশ অনুষ্টিত হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস